ক্রিশ্চিয়ানো রোনালদো যেন আল নাসেরের ত্রাণকর্তা! শেষ দুই ম্যাচে সিআর সেভেন গোল পাননি,জয়ের দেখা পায়নি দলও। অবশেষে কাল সউদী প্রো লীগে গোলে দেখা পেলেন এই পর্তুগীজ মহাতারকা,আর তাতে জয় পেল নাসেরও।
সর্বশেষ লীগে ম্যাচ আল হিলালের কাছে ৩-০ ব্যবধানে উড়ে যাওয়ার পর এএফসি চ্যাম্পিয়নস লীগেও পয়েন্ট হারিয়েছিল নাসের। তবে শুক্রবার আল রিয়াদকে ৪-১ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে সউদী ক্লাবটি।সাদিও মানের বাড়ানো বলে নিখুঁত এক ভলিতে শুরুতে লিড এনে দেওয়ার ওটাভিওর করা পরের গোলে এসিস্টের ভূমিকায়ও ছিলেল সিআর সেভেন।নাসেরের পরের দুই গোলের যোগানদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার এন্ডারসন তালিস্কা।
জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসের।সমান সংখ্যাক ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তাদের নগর প্রতিদ্বন্দ্বী আল হিলাল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।