গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে তাহিরপুরের পাঁচ দোকান
স্টাফ রিপোর্টঃ
গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে সুনামগঞ্জের তাহিরপুরের একটি বাজারে থাকা পাঁচ দোকানকোটা ভস্মিভুত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার পাটলাই নৌপথ তীরবর্তী বালিয়াঘাট নতুন বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
টিনশেড দোকান ও দোকানের ভেতরে থাকা মালামালসহ প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
বাজার কমিটির সাধারন সম্পাদক ও ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, প্রয়াত ইউপি সদস্য আব্দুর রাশিদ তালুকদারের একটি টিনশেড মার্কেটের পাঁচ দোকানকোটায় ব্যবসায়ী, কয়লা শ্রমিকগণ ভাড়ায় বসবাস করতেন।
বাজারের থাকা উপজেলার ভাটি তাহিরপুরের নরসুন্দর অজিত পাল ওই মার্কেটের রান্নাঘরে রবিবার সকাল ৯টার দিকে গ্যাস সিলিন্ডারে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে গ্যাস ঘরের ভেতর ছড়িয়ে পড়ে। মুহুর্তেই গ্যাসের আগুন পাঁচটি দোকান কোটায় ছড়িয়ে পড়লে একে একে প্রতিটি দোকান কোটার আসবাবপত্র, মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
অগ্নিকান্ডে টিনশেড দোকান কোটা, কয়লা শ্রমিকদের আসবাবপত্র, নরসুন্দর অজিত পালের আসবাবপত্র, শাহআলম নামে এক ফেরি ওয়ালার মনোহারী, কসমমেটিকস মালামালসহ প্রায় ৬-৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার আধাঘন্টা পর বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। আগুন লাগার প্রায় ১ ঘন্টা পর বাজারের ব্যবাসায়ী ও স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আব্দুর রাশিদ তালুকদারের বড় ছেলে এরশাদ তালুকদার বিশু বলেন, ভাড়াটিয়া অজিত পাল এর গ্যাস সিলিন্ডার হতে আগুন লাগার বিষয়টি বাজারের লোকজন/আমাদেরকে অবহিত না করে পালিয়ে যান।
নরসুন্দর অজিত পাল বলেন, সকালে নিজের জন্য আমি রান্না করতে গেলে আমার গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগার কারনে দোকান কোটার মালিকপক্ষ আমাকে মারপিট করতে পারেন এই ভয়ে আমি পালিয়ে এসেছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন, বালিয়াঘাট বাজারে আগুনে পুড়ে কয়েকটি দোকানকোটা পুড়েছে বলে জেনেছি,এ বিষয়ে সরজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্থদের সরকারী সহায়তা প্রদানের সর্বাত্বক চেষ্টা করব।