DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৬ই মার্চ ২০২৫
ঢাকারবিবার ১৬ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

Astha Desk
মার্চ ১৬, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিলেন স্বামী

স্টাফ রিপোর্টারঃ

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রীর দুই পায়ের রগ কেটে দিয়েছে স্বামী। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে এবং পাথর দিয়ে দুই হাত-পা থেঁতলে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (১৫ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালু হাজী সড়কের একটি বাসায় দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটে।

আহত রিনা বেগম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার কসাইবাড়ির আলমগীর হোসেনের স্ত্রী। পেশায় নির্মাণশ্রমিক আলমগীর স্ত্রী-সন্তানদের নিয়ে কালু হাজী সড়কের ভাড়াবাসায় থাকতেন।

পুলিশ ও রিনার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতের খাবার শেষে রিনা ছেলেমেয়েদের নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর ওপর হামলা চালান। পরে প্রতিবেশীরা এসে ওই নারীকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রিনার ভাই হোসেন আহমেদ বলেন, ‘রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব খারাপ। ঢাকা থেকে এসে থানায় মামলা করা হবে। কোনো কারণ ছাড়া আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে।

সদর থানার ওসি মোঃ আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিনা বেগম ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কেটে দেন আলমগীর হোসেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১২:১১
  • ৪:২৬
  • ৬:১১
  • ৭:২৪
  • ৬:০৭