DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড়ের আগেই সাতক্ষীরায় ঝড়-বৃষ্টিতে প্রাণ গেল দুজনের

DoinikAstha
মে ২৩, ২০২১ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঘূর্ণিঝড়ের আগেই সাতক্ষীরায় ঝড়-বৃষ্টিতে প্রাণ গেল দুজনের

রেজওয়ান উল্লাহ,সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর উপজেলার পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে ও বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের মল্লুক কবিরাজ (৭০) ও ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহ্পুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

ধুলিহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবু সানা জানান, বিকেল ৪টার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে বিলের ভেতর থেকে গরু আনতে যায় মল্লুক কবিরাজ। ফিরে আসার সময় বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে তার আগেই প্রাণ গেল তার। ঘটনাটি খুব দুঃখজনক।

ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান বলেন, বিলের মধ্যে গরু আনতে গেলে ঝড়, বজ্রপাত ও প্রচুর বৃষ্টি শুরু হয়। এ সময় বিলের মধ্যে একটি ছোট টং ঘরে তিনজন আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে নিরাপদ বারুই মারা গেছে। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে ২৬ মে। তার আগে থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ করছি। টানা কয়েক দিন প্রচণ্ড গরমের পর ঝড়-বৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি কেউ থানাতে জানায়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বিকেলের ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। তবে এটিকে ইয়াস ঝড়ের প্রভাব বলা যাবে না।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০