DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম হাটহাজারীতে সড়কে খাল কেটে হেফাজতের অবরোধ

DoinikAstha
মার্চ ২৮, ২০২১ ৭:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

হাটহাজারীতে সড়কে খাল কেটে হেফাজতের অবরোধ পুলিশ সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক কেটে অবরোধ করেছে। গতকাল হেফাজত নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে ৫ ফুট উচ্চতায় এক দেয়াল তুলে দেয়। এরপর সড়ককে খাল খনন, বাঁশ ও বৈদ্যুতিক খুঁটি দিয়ে মাদ্রাসার সামনে মহাসড়ক অবরোধ করে রাখে।

আজও তাদের অবরোধ অব্যাহত রয়েছে। সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। পথচারীরা কোনরকমে রাস্তা পারাপার হচ্ছেন। সরজমিনে দেখা যায়, হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে ফজরের নামাজের পর থেকে রাস্তায় মাদ্রাসার ছাত্ররা অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেনি।

অবরোধ কর্মসূচি বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মনির বলেন, ইসলাম শান্তির ধর্ম। কারো ক্ষতি করে ইসলাম কায়েম করা যায় না। আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]