DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আলোপোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন কমিটি ঘোষণা

Astha Desk
মার্চ ২৭, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে আলোপোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন কমিটি ঘোষণা

কাজী জিহাদুল ইসলাম/সাতকানিয়া প্রতিনিধিঃ

 

চট্টগ্রামে সামাজিক সংগঠন আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন (কার্যকরী পরিষদ ২০২৩-২৪ইং) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুর দুইটায় সংগঠন এর প্রধান পরিচালক মোঃ রিদুয়ান ইসলাম এবং সহকারী পরিচালক কাজী জিহাদুল ইসলাম এর স্বাক্ষর এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

মোঃ রবিউল ইসলাম সোহেলকে সভাপতি ও মোঃ সাফায়েত চৌধুরীকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মোঃ রায়হান উদ্দীন রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক শোমোদীপ সেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ রুহুল আমিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইফসুফ,রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ সানজিদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক মোহাইমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রামিসা নাসির জিন্নাত, সমাজ কল্যাণ সম্পাদক সাদমান সোহেল মহিউদ্দীন, ত্রাণ বিষয়ক সম্পাদক হামেদ হাসান মামুন, কার্যকরী সদস্য ইসফাকুর রহমান, মোঃ জাহেদ আরিয়ান জীবন, মোহাম্মদ তারেক।

 

সংগঠনের সহকারী পরিচালক কাজী জিহাদুল বলেন, আমরা সব সময় জরুরি মুহূর্তে রক্ত ম্যানেজ করে দেওয়া চেষ্টা করি। ‘সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এছাড়াও তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে।’

 

সংগঠনটি আর্থিক অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব সহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাচ্ছে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির নতুন দায়িত্বশীলরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮