শিরোনাম:
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১, আহত-১
Astha DESK
- আপডেট সময় : ০৫:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১০৩২ বার পড়া হয়েছে
চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত-১, আহত-১
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুল খালেক (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন তার স্ত্রী আনোয়ারা বেগম (৬০)।
গতকাল রোববার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে অর্থাৎ সোমবার রাঁত দেড়টার দিকে দক্ষিণ মধ্যম হালিশহর ধুপফুল দিদারের ভাড়াঘরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুর আলম আশেক বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দম্পতিকে তাদের ছেলে হাসপাতালে নিয়ে আসেন। সে সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। আনোয়ারা বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।