চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষে, আটক-১৭
স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে সাঈদীর গায়েবি জানাজাকে কেন্দ্র করে পুলিশ-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকাল ৪ টার দিকে কাজীর দেউরি মোড় থেকে সংঘর্ষ শুরু হয়।
জামায়াতের পক্ষ থেকে জমিউয়াতুল ফালাহ মাঠে গায়েবি জানাজার জন্য জামায়াত কর্মীরা জড়ো হতে থাকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কয়েকবার তাদেরকে স্থান স্থান ত্যাগ করতে বলেন। পুলিশের পক্ষ থেকে দাওয়া দিলে জামায়াত কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করতে করে।
পরে পুলিশ এলোপাতাড়ি টিয়ারশেল এবং রাবার বুলেট চালালে জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ সংঘর্ষের সময় ১৭ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ জামায়াতের কর্মীরা কয়েকদফা স্থান ত্যাগ করতে বললে ও তারা অস্বীকৃতি জানালে পুলিশ তাদের উপর লাঠি সার্চ করে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে সেটা প্রতিরোধ করেছি। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। জামায়াত শিবিরের ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে সর্বশেষ কতজনকে আটক করা হয়েছে তা পরে জানানো হবে বলে জানান তিনি।