চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর রহস্য ময় মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১০৪৫ বার পড়া হয়েছে
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর রহস্য ময় মৃত্যু
বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তারের (১০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের নিজবাসা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। ফারজানা ওই গ্রামের আবুল হোসেন সিকদারের মেয়ে।
জানাযায়, বৃহস্পতিবার ভোরে ফারজানার ভাই ইমরান বাড়ির পাশে মুগডাল তুলতে যান। সকাল ৯টার দিকে ভাত খাওয়ার জন্য বাসায় ফিরে ফারাজানাকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন। এ সময় বাসায় অন্য কেউ ছিল না। খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির এসআই বাদল কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে ফারজানার লাশ উদ্ধার করেন।
বাউফল থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আলস ঘটনা জানা যাবে।

























