চব্বিশের ২৪শে গণঅভ্যুত্থান বাড্ডায় শহীদ ও আহতদের মাঝে বিএনপির আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টারঃ
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানীর বাড্ডা ও রামপুরা এলাকায় শহীদ ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ‘”আমরা বিএনপি পরিবার”।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি/২৫) সকালে ৮ জন শহীদ ও ৫ জন আহত পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘”আমরা বিএনপি পরিবার” এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহযোগীতা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রাজধানী ঢাকার বাড্ডায় লুতফুন টাওয়ার সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট আটটি শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন “আমরা বিএনপি পরিবার” এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,
সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইউম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ জিএম শামসুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জাহিদুল কবির, বাড্ডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ প্রমূখ।
উল্লেখ্য, এসময় ৮ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং ৫ আহতদের জন্য চিকিৎসা সহায়তা ও হুইলচেয়ার প্রদান করা হয়।