চাকুরী দেবার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে মোক্তার শেখ
স্টাফ রিপোর্টারঃ
চাকুরীর কথা বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন,রাজবাড়ীর কালুখালী উপজেলার, কালিকাপুর ইউনিয়নের, সাতটা গ্রামের কছিমদ্দিন শেখের ছেলে মোক্তার শেখ(৬০) নামে এক ব্যক্তি ।
সে কিনা ৫নং সাতটা আওয়ামিলীগ ওয়ার্ডের সেক্রেটারি, এমন অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন ১। মোছা আসমা খাতুন পিতা আইয়ুব আলী মোল্লার মেয়ের থেকে ১,৫০,০০০ (১ লক্ষ ৫০হাজার টাকা) গ্রাম,গতমপুর
২. আক্কাস আলী মোল্লা, পিতাঃ জয়না মোল্লা গ্রামঃ গতমপুর তার থেকে ২০০০০০(দুই লক্ষ) টাকা এবং একই গ্রামের
৩.সইজউদ্দিন এর ছেলে,, উজ্জ্বল এর থেকে
৪,৫০,০০০/-(৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগ চাকুরী দিবে বলে টাকা চায়,তারা চাকুরির আশায় টাকা দিয়ে থাকে কিন্তু চাকুরী না দিয়ে থাকলে তাদের টাকা ফেরত চাইলে বিভিন্ন কথা বলে মাসের পর মাস টাকা দিবে বলে ঘুরাচ্ছে কিন্তু টাকা দিচ্ছেনা ৷
আরও পড়ুনঃরাজবাড়ীর পৌর আঃলীগ নেতা সফি’র দখলে থাকা কোটি টাকার জমি উদ্ধার করলো আদালত
এই টাকার জন্য বেশ কয়েকবার গ্রাম্য শালিস হয় এবং সে টাকা দিবে বলে কিন্তু টাকা দিচ্ছেনা। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, মুক্তার শেখ নামের এই ব্যাক্তি আমাদের সাথে প্রতারণা করতেছে। এমতাবস্থায় মোক্তার শেখ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে দৈনিক আস্থা প্রতিনিধিকে বলেন ঘটনা সত্য আমি টাকা নিয়েছি তবে এই টাকা আমি ফেরত দিবো পযার্য় ক্রমে।
এছাড়াও এলাকাবাসী থেকে জানা জায় এই মোক্তার শেখ চাকুরির নাম করে টাকা নিয়েছে। কয়েকবার শালিস ও হয়েছে, এছারা আরো বলেন নাম না জানা আরো মানুষের টাকা এই ভাবেই হাতিয়ে নিছে।