DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চীনে বিমান বিধ্বস্ত সবাই নিহত হবার আশঙ্কা

News Incharge
মার্চ ২১, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

চীনে বিমান বিধ্বস্ত সবাই নিহত হবার আশঙ্কা

আস্থা ডেস্কঃ

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের যাত্রীবাহী একটি বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৩২ জন যাত্রী ও ক্রু ছিল।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে একজন আরোহীও জীবিত নেই।

তবে হতাহতের বিস্তারিত এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে ও আগুনের শিখা দেখা যাচ্ছে।

সোমবারের দুর্ঘটনা নিয়ে এখনো কোন বক্তব্য দেয়নি চায়না ইস্টার্ন। স্থানীয় গণমাধ্যম খবর দিচ্ছে, চীনা সামাজিক যোগাযোগের মাধ্যম উইবো অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটি তাদের পাতার লোগো ধূসর করে দিয়েছে।চীনের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বলছে, তারা ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়ে দিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো বলছে, বিমানটি ঘন্টাখানেকের বেশি আকাশে ছিল এবং বিধ্বস্ত হওয়ার আগে গন্তব্যের প্রায় কাছে পৌঁছে গিয়েছিল। ফ্লাইটরেডার ২৪ থেকে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, স্থানীয় সময় দুপুর ২টা বাইশ মিনিটে এটির সর্বশেষ অবস্থান জানা যায় এবং তখন এটি আকাশের ৩২২৫ ফুট উঁচুতে অবস্থান করছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০