চুয়াডাঙ্গা সীমান্তে করোনা ভাইরাস রোধে তৎপরতা প্রশাসন কঠোর নজরদারি
- আপডেট সময় : ০৯:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১০৬১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সীমান্তে করোনা ভাইরাস রোধে তৎপরতা প্রশাসন কঠোর নজরদারি
চুয়াডাঙ্গা প্রতনিধি : চুয়াডাঙ্গা জেলার ১১৩ কিলোমিটার সীমান্তে ভারতীয় করোনা ভাইরাস সংক্রমন রোধে সীমান্তে বিজিবি বিশেষ টহল জোরদার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ কঠোর নজরদারি করা হচ্ছে। এছাড়া গণ সচেতনতা অভ্যাহত রাখতে মাইকিং ও মতবিনিময় সভা করা হচ্ছে।
বিজিবি জানায়, শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি‘র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিকুজ্জামান বিজিবি’র উপ-অধিনায়ক মেজর নিস্তার আহমেদ ও এডি ইমরান হোসেন পৃথক ভাবে জেলার ১১৩ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রেবেশ ঠেকাতে সীমান্তে গোয়েন্দা তৎপরতা কঠোর নজরদারি বৃদ্ধি করে।
[irp]
সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় কৃষক নাগরিকদের সাথে বাংলাদেশী কৃষকদের দূরত্ব স্বাস্থ্য বিধি মেনে চলার লক্ষে সীমান্তবর্তী গ্রামে গ্রামে মাইকিং গণ সংযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিব’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিকুজ্জামান বলেন, ভারতীয় করোনা প্রকট আকার ধারন করেছে। চুয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকাবসীদের গণ সচেতনতা করা হচ্ছে।
[irp]


























