DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনে চুয়াডাঙ্গার ডিসি

DoinikAstha
এপ্রিল ২৩, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি: ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে এসব ঘরের নির্মাণকাজ সরেজমিন তদারকি করেন তিনি।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলায় ২য় পর্যায়ের গৃহ নির্মাণকাজের গুনগত মান এবং অগ্রগতি জানতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ঘরের বিভিন্ন নির্মাণ-সামগ্রী ও উপকরণ পরীক্ষা করেন। এসময় উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয়রা।

উল্লেখ্য, মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ জেলার গৃহহীন, ভূমিহীন মানুষদের পুনবার্সনের লক্ষ্যে খাস জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০