DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার জীবননগরে পৌরসভায় নির্বাচনে বিএনপির ভোট বর্জন

DoinikAstha
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. শাহাজাহান কবির।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টার সময় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয় ও নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। এসময় তিনি কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানান।

লিখিত বক্তব্যে এই প্রার্থী বলেন, ‘আমি মো. শাহাজাহান কোবির জীবননগর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছিলাম। প্রশাসন আমাকে বারবার নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট শুরু হওয়ার ভোটকেন্দ্রে আমার কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি।

প্রশাসনের কাছে জানালে তারা বলেন যে, উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করছি।

উল্লেখ্য, জীবননগর পৌরসভায় ১০টি কেন্দ্রে মোট ভোটার ২০ হাজার ৮২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৩৩ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৯৩ জন।

জীবননগর পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচনের মাঠে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যের একাধিক দল কাজ করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০