শিরোনাম:
চুয়াডাঙ্গার দামুড়হুদা ফুলবাড়ি সীমান্তে ১ কেজি স্বর্ণ উদ্ধার
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:২৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১০৮৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল বেলা সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারিদের ধরতে অভিযান পরিচালনা করে।
এসময় জেলার দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের ঘবের মাঠ বাঁশ বাগান থেকে ১ কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণেও আনুমানিক মূল্য সত্তর লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় স্বর্ণ উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত স্বর্ণ দর্শনা থানায় জমা করা হয়েছে বলেও জানান বিজিবি।


















