জেলা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন রক্তাক্ত জখম হন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদার কোমরপুর গ্রামের কাটাখালির ঈদগাহ মাঠে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। আটক করা হয় তিনজনকে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে মাঠে কৃষি কাজ করছিলেন শওকত আলি ও তার দুই ছেলে। হঠাৎ আব্দুল্লাহ ও তার দুই ছেলেসহ কয়েকজন হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শওকত ও তার দুই ছেলেকে হাতুড়িপেটা ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে শওকতের পরিবারের লোকজন খবর পেয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আব্দুল্লাহর দুই ছেলে সানু ইসলাম (৩৮) ও হাসান আলী (২৮) এবং রবগুলের ছেলে মোহাম্মদ আলীকে (৩০) আটক করা হয়। তবে, কোনো পক্ষই এখনও থানায় অভিযোগ করেনি।