চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু
জেলা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আসিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আসিয়া বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।
জানা যায়, গত ১২ মে পরিবারের সদস্যরা আছিয়া বেগমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরে করোনা উপসর্গ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি ভর্তি রাখেন।
১৬ মে করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১৭ মে তাঁর নমুনায় করোনা শনাক্ত হলে সেদিন রাতেই তাঁকে ইয়োলো জোন থেকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, আসিয়া বেগম জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। পরে তাঁর শরীর থেকে সংগৃহিত নমুনায় ১৭ মে করোনা শনাক্ত হয়।
আজ দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বোশেষ তথ্য অনুযায়ী জেলা করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।
এর মধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।