DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

DoinikAstha
মার্চ ৩১, ২০২১ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনোয়ারা বেগম সদর উপজেলার খেজুরা গ্রামের মৃত আশরাফুল হক জোয়ার্দ্দারের স্ত্রী।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে (ইয়োলো জোনে) হাসপাতালে ভর্তি হন তিনি। ২৭ মার্চ তার নমুনা পাঠালে পরদিন তার করোনা পজিটিভ আসে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৩ মার্চ দুপুরে শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন আনোয়ারা বেগম।  ২৭ মার্চ তার নমুনা নিয়ে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠান হয়। ২৮ মার্চ তার করোনা পজিটিভ আসে। বুধবার সকালে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।

এ নিয়ে জেলায় মোট ৫২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭১১ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২২ জন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।