জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া চা-বিক্রেতা, ভ্যানচালক ও দুস্থ ২৬০ জন মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চ প্রাঙ্গনে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মানবিক সহায়তা বিতরণ করেন।
এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি মসুরির ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই মানবিক সহায়তা হিসেবে প্রদান করা হয়। এবারে এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে প্রায় ১৫শ জনকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান প্রমুখ।
বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনে মানুষের বেঁচে থাকার সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মানবিক সহায়তা পাঠিয়েছেন।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কথা ভাবেন। তাই সকল শ্রেণি পেশার মানুষের মাঝেই এ সহায়তা বিতরণ করা হচ্ছে। এর আগেও নরসুন্দর, দুস্থ শিল্পী, শ্রমিক, ভাসমান ও দুস্থ, অসহায়সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আপনাদের মাঝেও এগুলো বিতরণ করা হলো। আমাদের করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে। কোভিডে আক্রান্ত এবং মত্যুর সংখ্যা এখন মোটেও কম নয়। এটা দেখে হলেও আমাদের সচেতন হতে হবে।
আমাদের মনে রাখতে হবে, করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সবথেকে আগে সচেতন হওয়া প্রয়োজন। যাঁরা স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না, তারাই বেশি আক্রান্ত হচ্ছেন। মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।