নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নাশকতা চালানোর সময় ‘জিহাদি’ বইসহ জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শহরের কবরী রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে শরীফ হাসান (৪৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ফোর্স নিয়ে রাতে শহরের কবরী রোডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ‘জিহাদি’ বইসহ গ্রেপ্তার হন জামায়াত নেতা শরিফ হাসান।
উদ্ধারকৃত ‘জিহাদি’ বইগুলোর মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা ‘বিতর্কিত’ বইসহ বিভিন্ন ‘জিহাদি’ মতাদর্শের বই রয়েছে। সদর থানার পুলিশ আরও জানায়, আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি পলাতক অ্যাড. রুহুল আমিনের বাসা ও চেম্বারে তল্লাশি করা হয়।
এসময় একই ধরনের বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডা. শফিকুর রহমানের লেখা ‘বিতর্কিত’ ‘মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য’ শিরোনামে প্রকাশিত বইতে বঙ্গবন্ধুকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরে শুক্রবার বিকেলেই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
শুক্রবার রাতে এক প্রেস বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জড়িতদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। জড়িতদের অতিদ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।