জেলা প্রতিনিধিঃ সরকারী শিশু পরিবারের ৬৩ জন বালিকাকে ঈদের নতুুন পোষাক উপহার দিলেন পুলিশ সুুুুপার জাহিদুুল ইসলাম। “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ একের পর এক জনবান্ধব পুলিশিং-এ নজির স্থাপন করে চলেছেন। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার আজ
রোববার সরকারী শিশু পরিবার ৬৩ জন এতিম শিশুকে ঈদের নতুন পোষাক সামগ্রী পৌঁছে দেন । এসময় পুলিশ সুপারের মহানুভবতায় মুগ্ধ হয়ে তার ও তার পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করেন এবং তাঁর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান শিশু পরিবারের সদস্যরা।
পুলিশ সুপার চুয়াডাঙ্গা বলেন, সমাজের সর্বস্তরের সামর্থবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগীতা কামনা করেন।