শিরোনাম:
ছাত্র ফেডারেশনের সভাপতির বাসায় পুলিশ, বিএনপির মহাসচিবের নিন্দা
Astha DESK
- আপডেট সময় : ১১:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ১০৯১ বার পড়া হয়েছে
ছাত্র ফেডারেশনের সভাপতির বাসায় পুলিশ, বিএনপির মহাসচিবের নিন্দা
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে নারী নিপীড়ন, হয়রানি, ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া গভীর রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে নিজ বাসা থেকে আটকের চেষ্টাকেও তীব্র নিন্দা জানিয়েছে।
আজ রবিবার (১৬ মার্চ) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যারা সচেতনতা তৈরি করছেন তাদের সহযোগিতা না করে হয়রানি করা অন্যায়।
তিনি প্রত্যাশা করেন, ‘সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে এবং হয়রানি থেকে বিরত থাকবে।















