ছাত্রলীগকে সবদিক থেকে দক্ষ ও স্মার্ট হতে হবে-জয়
ইবি প্রতিনিধিঃ
নানামুখী আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল ইউনিট ছাত্রলীগ। দিনটি উপলক্ষে আজ শুক্রবার (১৭ মার্চ) বৃক্ষরোপণ, দাবা ও কেরাম খেলা এবং বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে সন্ধ্যা সাড়ে ৭ টায় লালন শাহ হলের টিভি কক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত শিক্ষার্থীদের লটারীর মাধ্যমে নির্বাচিত টপিকের উপর বক্তৃতা প্রদান করতে বলা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শ, বর্তমান বাংলাদেশের অবকাঠামগত উন্নয়নে শেখ হাসিনার ভ‚মিকা, ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে উপস্থিত বক্তব্য প্রদান করেন। এতে প্রথম স্থান অধিকার করেন লালন শাহ হল ইউনিট ছাত্রলীগের কর্মী বিজয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এতে বিচারক হিসেবে ছিলেন, ইবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সদস্য মাসুদ আলভী ও জিয়া হল ডিবেটিং সোসাইটির সাধরণ সম্পাদক তামিম আদনান।
এসময় ইবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রায়হান, সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ রাকিব মিয়া রিফাত ও শাখা ছাত্রলীগকর্মী শাহীন আলমসহ হল ইউনিটের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের লালন শাহ হল ইউনিটের কর্মী ফাহিম ফয়সাল।
এর আগে দিনটি উপলক্ষে বৃক্ষরোপণ এবং দাবা ও ক্যারম খেলার আয়োজন করে তারা। ক্যারম খেলায় প্রায় ৩২ জন প্রতিযোগী এবং দাবা খেলায় প্রায় ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দাবা খেলায় লালন শাহ হলের শিক্ষার্থী তাজ এবং ক্যারম খেলায় একই হলের শিক্ষার্থী আদনান ও পলাশ বিজয়ী হন। পরে বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ছাত্রলীগ সব সময় ইতিবাচক কাজের শিরোনাম হতে চায়। সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য কাজ করতে চায়। তিনি আরও বলেন, ছাত্রলীগকে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার জন্য সবদিক থেকে দক্ষ ও স্মার্ট হতে হবে। আমি বিশ্বাস করি, স্মার্ট ছেলেরাই একমাত্র ছাত্রলীগ করে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগ সবার আগে নেতৃত্ব দিবে।