DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ছয়দিনের জন্য বন্ধ হলো হিলি স্থলবন্দর

Astha Desk
এপ্রিল ১৯, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ছয়দিনের জন্য বন্ধ হলো হিলি স্থলবন্দর

 

মোঃ জয়নাল আবেদীন জয়/হিলি প্রতিনিধিঃ

 

ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষণা মোতাবেক আজ বুধবার (১৯ এপ্রিল) থেকে টানা ৬ দিন বন্ধের কবলে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। খুলবে আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল)। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দৈনিক আস্থাকে তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে আগামী সোমবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল (মঙ্গলবার) থেকে যথারীতি চালু হবে।

 

হিলি পানামা পোর্ট লিংক লি: এর সহকারী ব্যবস্থাপক (অপারেশন) অশিত কুমার স্যার্নাল জানান, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত পোর্ট অভ্যন্তরে মালামাল লোড-আনলোড অব্যাহত থাকবে।

 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফ দৈনিক আস্থাকে জানান, হিলি স্থলবন্দর ছুটি থাকলেও উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]