DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২রা জানুয়ারি ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২রা জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎস খোঁজা হচ্ছে: কাদের

News Editor
নভেম্বর ১৬, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থের যোগানদাতাদের খোঁজা হচ্ছে। যারা অর্থের সরবরাহ করছে তাদের বিচারের আওতায় আনা হবে।’ 

তিনি আজ সোমবার (১৬ নভেম্বর) বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা সদরের হাজী ইদ্রিস চত্বরে এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই কথা বলেন।

প্রয়াত সুধারাম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কবিরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজ উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বাঙ্গালী, কবিরহাট পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন এর স্মরণে এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। যারা মৃত্যুবরণ করেছেন তারাসহ সাম্প্রতিক করোনায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি শক্তিশালী ও গণমুখী সংগঠনের জন্য ঐক্যের বিকল্প নাই। সংগঠনের মজবুত জনভিত্তি তৈরি করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোটখাট বিষয়ে মতের অমিল থাকলে তা মিটিয়ে ফেলতে হবে। নেত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে, সাংগঠনিক অনৈক্য দূর করতে হবে। দলকে করতে হবে শক্তিশালী।’

অপরাজনীতি থেকে ফিরে না এলে বিএনপির অপমৃত্যু ঘটবে: ওবায়দুল কাদের

তিনি বলেন, ‘বিএনপি বার বার ব্যর্থ হয়ে জনগণের ওপর প্রতিশোধ নিতে শুরু করেছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা আবার বলে, তারা নাকি আগুন সন্ত্রাসে বিশ্বাসী নয়। দেশের মানুষ জানে ২০১৩-১৪ সালের আগুন সন্ত্রাসের কথা। তারা অস্বীকার করলেও জনগণ ভুলে যায়নি। এখনও সময় আছে। বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে।’

আরো পড়ুন :  পানছড়িতে জামায়াতের শীত বস্ত্র বিতরণ

মন্ত্রী আরও বলেন, ‘শান্তি-স্বস্তি নষ্ট করে, ভয়ের পরিবেশ তৈরি করতে তারা গুজব, অপপ্রচার ও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। যারা এসব অপকর্ম, দেশবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের অর্থের যোগান দিচ্ছে তাদের বিচারের আওতায় আনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জনগণ, রাষ্ট্রের সম্পদ ও কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন এজেন্ট পর্যন্ত দিতে পারে না। অথচ নির্বাচন হয়ে গেলে প্রতিবাদ করে।’

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহানসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ৩:৪৬
  • ৫:২৭
  • ৬:৪৫
  • ৬:৪১