DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীর সংবাদ সম্মেলন

Astha Desk
আগস্ট ২৩, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীর সংবাদ সম্মেলন

 

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার শিল্পী জনসাধারণের চলাচলের রাস্তায় সিঁড়ি নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে প্রতিবেশীরা বাধা প্রদান করে।

 

এ ঘটনায় গত ১৯ আগস্ট পৌর কর্তৃপক্ষের নিয়োগকৃত কর্মচারী প্রতিবন্ধকতা সৃষ্টির সিঁড়ির ইট ও জিনিসপত্র তুলে নিয়ে যাওয়ার সময় পৌর কর্মচারী রেজাউল করিম গাজী ও তার সহকর্মী আব্দুল মান্নানকে লাঞ্চিত করে।

 

এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২৩আগষ্ট) তারা বেলা ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে। এ সময় পৌর অফিস চত্ত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সার্ভিস এ্যাসোসিয়েশন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রেজাউল করিম গাজী।

 

বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসী লিখিত অভিযোগের ভিত্তিতে পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢাকাইয়াপট্টি গ্রামের রাস্তা সংলগ্ন মোড়ে নাসরিন আক্তার শিল্পী সিঁড়ি নির্মাণের চেষ্টা করে। এ সময় পৌরসভার অনুমোতিতে সিঁড়ি নির্মাণের জিনিসপত্র আমি এবং আমার সহকর্মীসহ তুলে নিয়ে যাওয়া সময় আমাদেরকে গালমন্দ ও মারপিট করে।

 

তিনি আরও বলেন, আগামী ৩দিনের মধ্যে এই লাঞ্চিত ঘটনার বিচার না পেলে আমরা অনির্দিষ্ট কালের জন্য পৌরসভার সকল কাজ বন্ধ রেখে কর্মবিরতি করবো। অপরদিকে এই রাস্তা চলাচল ঘটনায় এলাকাবাসীর আয়োজনে দুপুর ২টায় বিবাদমান এই রাস্তায় আলাদা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা বণিক সমিতির নির্বাহী কমিটির সদস্য স্বর্ণ ব্যবসায়ী রাজু আহম্মেদ বলেন, জনসাধারণের চলাচলের রাস্তায় হঠাৎ করে সাবেক কমিশনার শিল্পী সিঁড়ি নির্মাণের চেষ্টা করে। এ সময় গ্রামবাসী বাধা দিলে তিনি সহ তার ভাই আমাকে মামলা সহ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। এ বিষয়ে লিখিত আকারে পৌরসভায় ১টি অভিযোগ দায়ের করেছি আমি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।