DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জরিমানার কবলে হিরো আলম

Astha Desk
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জরিমানার কবলে হিরো আলম

স্টাফ রিপোর্টারঃ

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এই জরিমানা করে হাইওয়ে পুলিশ।

 

জেলার চুনারুঘাট উপজেলার এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। কিন্তু পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দাকে মামলার আওতায় আনা হয়।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মাঈনুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।