জামালপুর অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১০৪৪ বার পড়া হয়েছে
রিয়াদ হাসান হৃদয়:জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের অন্তর্গত ফুটানি বাজার ঘাট সংলগ্ন যমুনা নদীতে বলগ্রেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় ইসমাইল নামে এক ব্যাক্তিকে দোষী সাব্যস্ত করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য সবাই পালিয়ে যায়।
[irp]
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ২৬ এপ্রিল সোমবার দুপুর ১২ টার দিকে মোবাইল কোর্ট নিয়ে অভিযানে নামেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান । বালু উত্তোলনের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেন । বলগ্রেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি বলগ্রেড আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয় ।
আজকের অভিযানের সাথে ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই শিব্বীর আহমেদ সহ মডেল থানা পুলিশ ।
আজকের অভিযান সম্পর্কে এসিল্যান্ড মোঃ আসাদুজ্জামান কালের কন্ঠকে বলেন বলগ্রেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আজ এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, নিয়মিত অভিযান অব্যাহত থাকবে ।
















