জামালপুর জেলার দেওয়ানগঞ্জে আগুন লেগে পুড়ে সর্বশান্ত দুই পরিবার
- আপডেট সময় : ১০:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
রিয়াদ হাসান হৃদয়:জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে আগুনে ৬ ঘর পুড়ে ছাই হয়েছে।এ ঘটনায় দুইটি পরিবারে ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে।(২২এপ্রিল)বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠের ঘাট নয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, রাতে খাওয়ার পর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েন।রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্তের মধ্যে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেয়।
বিষয়টি বুঝতে পেরে বাড়ির লোকজন একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘ ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগে আগুনের ৬টি বসত ঘরের মূল্যবান মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সানোয়ার হোসেনসহ পুলিশ টিম।
[irp]
তবে স্থানীয়রা ধারণা করেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, ভয়াবহ আগুনে পুড়ে ৬টি ঘর সহ সরিষা,ধান, ভুট্টা ও নগদ প্রায় দুই লাখ টাকা পুড়ে যায়।
এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ বিন রশিদ মুঠো ফোনে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার দ্বয়কে সার্বিক সহযোগিতা করা হবে।
















