জিম্মিদের ৫০ জন মারা গেছে ইসরায়েলেরই বোমা হামলায়
আন্তর্জাতিক ডেস্কঃ
হামাসের কাছে বন্দী থাকা অন্তত ৫০ জন ইসরায়েলি নিজ দেশেরই বোমা হামলায় মারা গেছে বলে দাবী করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। সূত্র-এএফপি।
তবে হামাসের এমন দাবির সত্যাসত্য প্রাথমিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গাজায় রাতের বেলায় প্রথমবারের মতো ট্যাংক এবং পদাতিক বাহিনী অভিযান শুরু করেছে ইসরায়েল, এমন বিবৃতি দেওয়ার কিছুক্ষণ পরই হামাস তাদের বিবৃতি প্রকাশ করেছে।
একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।
ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।
ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা ২২৪ জন জিম্মির পরিবারকে জানিয়েছি। আমাদের প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সংখ্যাটি পরিবর্তন হচ্ছে।’
গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা ইসরায়েলের শীর্ষ অগ্রাধিকার বলেও জানিয়েছিলেন হ্যাগারি।
গাজায় বিমান হামলার পাশাপাশি ইসরায়েল স্থল অভিযানের যে পরিকল্পনা করেছে, তা মূলত জিম্মিদের উদ্ধার এবং হামাসের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার জন্য।
সম্প্রতি কাতারের মধ্যস্থতায় দুজন আমেরিকান সহ মানবিক কারণে দুই ইসরায়েলি নারীকেও মুক্তি দিয়েছিল হামাস যোদ্ধারা।