DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

জুটি বেধে বাপ-বেটার গরু চুরি

Astha Desk
জুন ৫, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জুটি বেধে বাপ-বেটার গরু চুরি

ফরিদপুর প্রতিনিধি ঃঃ

পেশায় তারা গরু চোর। মুখ্যোম সময় দিনে বা রাতের যে কোন সময়। চোখের পলকে অথবা ছোট পরিবহন গরু চুরির প্রধান বাহন। কিন্তু মূল বিষয় হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে যে দুজন গরু চুরির জুটি বেঁধেছেন তারা দুজন আর কেউ নয় সম্পর্কে বাপ আর বেটা।

আর গরু চুরির জুটি হিসেবে পুলিশের জনৈক ডিআইজির গ্রাম থেকে তার আত্মীয়র গরু চুরির ঘটনায় এমন চাঞ্চল্যকর ঘটনা বেড়িয়ে এসেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়।

সদরপুর উপজেলায় সাতরশি এলাকা হইতে শনিবার রাতে চোরাই গরু এবং গরু পরিবহনে ব্যাবহৃত  পিক আপ  (ঢাকা মেট্রো ন- (১৯-১৬৬৯) পিতা ও পুত্র দুজনকে আটক করেছে সদরপুর থানা পুলিশ। পিতা জাহাংগীর মাতুব্ববর(৪৫) ও পুত্র মামুন মাতুব্বর(২২)। তাদের বাড়ি সাত রশি গ্রামে বলে জানা গেছে৷

ঘটনার বিবরনে জানা যায়, গত ২২ মে ভাঙা থানাধীন তুজার পুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের সম্রাট মাতুব্বর পিতা শাহজাহান মাতুব্বরের পালিত দুইটি দেশীয় ষাড় নিজ বাড়ি থেকে চুরী হয়।

চুরির একদিন পরে ভাঙা থানায় অজ্ঞাতনামা আসামী করে গরুর মালিক অভিযোগ দায়ের করেন। গরুর মালিক ঢাকা রেঞ্জের জনৈক ডিআইজির আত্মীয় সুবাদে পুলিশ চারদিকে বিভিন্নভাবে গরু দু’টি উদ্ধার প্রক্রিয়া চালাতে থাকে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের সার্বিক সহযোগীতায় এসআই ইলিয়াস ও এসআই রাশেদুজ্জামানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ উপজেলার সাতরশি গ্রামের জাহাংগীর মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার  উপর হতে চোরাই  গরু ও পিক আপসহ দুজনকে  আটক করে সদরপুর থানায় নিয়ে আসা হয়।

ভাঙ্গা থানার অভিযোগের সূত্রতায় সদরপুর থানা পুলিশ ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলামের নিকট চোরসহ চোরাইকৃত গরু দুটি গতকাল গরুর মালিকের উপস্থিতিতে হস্তান্তর করে সদরপুর থানা পুলিশ। গরু হস্তা হস্তান্তর করার সময় পুলিশ জানতে পারে গরু চুরির জুটি বাপ-বেটার জুটি। তারা এর আগেও বিভিন্ন জায়গায় গরু চুরির কাজ করেছে।

আরো পড়ুন :  কাতার সফর শেষে ফিরেছেন সেনা প্রধান

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, গরু চুরির  ব্যাপারে আমার থানায় মামলা রয়েছে। আমরা ঘটনার অধিকতর তদন্ত করছি ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১