DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট চিনিকলের সড়ক সংস্কারের অভাবে জন দুর্ভোগ চরমে

Astha Desk
জুলাই ৪, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট চিনিকলের সড়ক সংস্কারের অভাবে জন দুর্ভোগ চরমে

 

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌর শহরের বাইপাস সড়ক তাজুরমোড় থেকে কাশিয়াবাড়ি করিম চৌধুরীর মোড় পর্যন্ত জয়পুরহাট চিনিকল প্রায় আড়াই কিলোমিটার সড়কটি পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিটুমিন-পাথর-খোয়া উঠে গিয়ে, ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই সড়কের খানাখন্দে পানি জমে। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই সড়কটি নিয়ে ভোগান্তিতে আছেন এলাকার হাজারও মানুষ।

 

জয়পুরহাট চিনিকল সূত্রে জানা গেছে, জয়পুরহাট চিনিকলের উত্তর এবং পশ্চিম পাশে প্রায় তিন একর জমির একটি কৃষি খামার আছে। এই খামারে আখ সহ অন্যান্য শস্য উৎপাদন করা হয়। এই কৃষি খামারে উৎপাদিত শস্য সহজে পরিবহনের জন্য জয়পুরহাট চিনিকলের নিজস্ব অর্থায়নে প্রায় আড়াই কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন হিলি বন্দরের নওগাঁর রাজশাহী চাপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক বাসসহ অসংখ্য যানবাহন চলাচল করে।

 

বেলআমলা গ্রামের বাসিন্দা ভ্যান চালক গফুর মণ্ডল বলেন, ‘প্রায় পাঁচ বছর আগেই সড়কটির কার্পেটিং উঠে যেতে শুরু করে। তিন বছর আগে থেকেই সড়কের বেহাল দশা শুরু। এখন সামান্য বৃষ্টিতেই সড়কের খানা খন্দে পানি জমে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যানবাহন। প্রায়ই ঘটছে ছোট–বড় দুর্ঘটনা।

জেলার দোগাছি-পাকুরতলী গ্রামের রিক্সা চালক উজ্জ্বল হোসেন জানান, এ সড়কের কিছু কিছু খানাখন্দের গভীরতা প্রায় হাঁটু পরিমাণ। একটু বৃষ্টি হলেই খালে পানি জমে। ভুলক্রমে সেসব খানাকন্দে রিক্সা,ভ্যান বা অন্যান্য যানবাহন পড়ে গেলে- কিছুনা কিছু ক্ষতি হয়। সড়কের বেহাল দশার কারণে-রিক্সা-ভ্যান ভালোভাবে চালানো যায় না। রিক্সা-ভ্যানের বিয়ারিং ভাঙ্গে, টায়ার- টিউব নষ্ট হয়, পার্টস ভাঙ্গে। বরাবরই রিক্সা-ভ্যান মেরামত করতে হয়। আমর যা কামাই করি, তার একটা অংশ রিক্সা-ভ্যান মেরামতের পেছনেই ব্যয় করতে হয়। এ সড়কে রিক্সা-ভ্যান চালানোর ফলে প্রতিদিনই গা-হাত-পা ব্যথা করে।

 

জেলার পারুলিয়াএলাকার বাসিন্দা রহমান ও বুলুপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য এ সড়ক দিয়ে হাটবাজারে নিতে হয়। কিন্তু সড়কের এই খানাখন্দের কারণে ভ্যানচালকেরা যেতে চান না। এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাঁদের। তাই দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি জানান।

 

জেলার জিতারপুর গ্রামের বাসিন্দা করমত ব্যপারি বলেন, ‘দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়েছে। অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে রোগী হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়। প্রায় এক বছর আগে গরু বোধহয় একটি ভটভটি উল্টে দুজন গরুর ব্যাপারী গুরুতর আহত হয়েছিলেন। তাতেও কর্তৃপক্ষের টনক নড়েনি। এ সড়কে যেকোনো সময়ে বড় দুর্ঘটনা সহ প্রাণহানির আশঙ্কা রয়েছে। ‘এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এলাকা বাসী কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

 

এ ব্যাপারে জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আখলাছুর রহমান বলেন, আমাদের কৃষি খামারে উৎপাদিত আখসহ অন্যান্য শস্য সহজে পরিবহনের জন্য চিনিকলের সড়কটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই সড়ক দিয়েই বড় বড় লোডবোঝাই যানবাহনও চলাচল করতে শুরু করে। ফলে রাস্তাটি টেকসই না হয়ে খানাখন্দের সড়কে পরিণত হয়েছে। সড়কটি মেরামতের কোন পরিকল্পনা আপাতত আমাদের নেই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০