জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ
জয়পুরহাট প্রতিনিধিঃ
‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মধ্যে হাঁস বিতরণ সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে জয়পুরহাট সদর উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজন এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথী, জেলা ট্রেনিং কর্মকর্তা ডা. খুরশিদ আলম।
এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৪শ পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২০টি করে মোট ৮ হাজার হাঁস বিতরণ করা হয়।