জয়পুরহাটে পাথরবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন
মোঃ জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে অবরোধের শেষ দিনে জয়পুরহাট হিলি হাইওয়েতে পুরনাপৈল এলাকার গতনশহর নামক স্থানে একটি পাথরবোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চালক ও হেলপার আগুন নেভাতে সক্ষম হন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ৪৮ ঘন্টা অবরোধের শেষ দিনে এ ঘটনা ঘটেছে।
ট্রাকচালক নওগাঁর আনন্দ নগর গ্রামের আকাশ হোসেন দৈনিক আস্থাকে বলেন, পঞ্চগড় থেকে ট্রাকে পাথরবোঝাই করে নিয়ে নওগাঁ যাচ্ছিলাম। ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা নাগাদ পুরানাপৈল রেল লাইন ক্রসিংয়ের অদূরে গতন শহর এলাকার পুরানাপৈল রেল গেটে এসে ট্রাকের গতি কমিয়ে দেই। এ সময় ৮/১০ যুবক ইটপাটকেল ছুঁড়তে ছুড়তে ট্রাকের কাছে এসে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায়।
তাৎক্ষণিক চালক ও হেলপারসহ অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি ও রাস্তার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন কিন্তু ট্রাকের সামনের গ্লাস ও একটি চাকার ট্রায়ারে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট সদর থানা পুলিশ। তবে এ বিষয়ে কেউ আটক করা সম্ভব হয়নি।