DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ১ ঘণ্টার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাথী

Ellias Hossain
নভেম্বর ২, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটে ১ ঘণ্টার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাথী

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ১ ঘণ্টার জন্য সদর উপজেলা পরিষদের প্রতীকি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আফরিন সাথী। সে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিতেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) জয়পুরহাটের চাইল্ড পার্লামেন্টের মেম্বার।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলীর কাছ থেকে সে দায়িত্ব গ্রহণ করেন।

কন্যা শিশু দিবস উপলক্ষে ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ এর আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ফারহানা আফরিন সাথীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নিজের চেয়ারে বসতে দেন উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী এবং পরবর্তীতে উপজেলা পরিষদের প্রশাসনিক কাঠামো, চলমান নানা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জানান তিনি।

এরপর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, প্রশাসনিক কক্ষ ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন প্রতীকি চেয়ারম্যান।

দায়িত্ব পালনকালে শিক্ষার্থী ফারহানা আফরিন সাথী বলেন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মতো এমন একটি প্রতিষ্ঠানের প্রতীকি হলেও কিছু সময়ের জন্য চেয়ারম্যান হওয়া সত্যিই স্বপ্নের মতো লাগছে। বাংলাদেশে একজন নারী যখন দেশ চালাতে পারে তাহলে তৃণমূলের আমাদেরও পিছিয়ে থাকার সুযোগ নেই। সকলে যদি জীবনযুদ্ধে এগিয়ে যেতে উৎসাহ, উদ্দীপনা ও একটু সহযোগিতা পায় তাহলে নারীরাও বড় বড় পদে সুনামের সাথে দায়িত্ব পালন করতে পারবে।

আয়োজকরা জানান, কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজেদের জীবন ও তাদের আশেপাশের সমাজ। সমাজের মানুষদের এমন বিশ্বাস অন্তরে ধারণ করে সমাজের যে জায়গাগুলোতে মেয়েদের খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সেই জায়গাগুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্মবিশ্বাস তৈরির উদ্দেশ্যেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী বলেন, এমন কর্মসূচীর মাধ্যমে কণ্যাশিশুরা উৎসাহিত হবে এবং নিজেদের স্বপ্নপূরণেও অঙ্গিকারবদ্ধ হবে।

এনসিটিএফ জয়পুরহাট জেলা ভলেন্টিয়ার মোঃ সালেহুর রহমান সজীবের ব্যবস্থাপনায় ব্যতিক্রমী এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জনাব মাহবুবুল আলম, এনসিটিএফের জেলা সভাপতি ফাহিম জামান, সহ-সভাপতি রুমাইয়া সুলতানা, শিশু গবেষক আমিনা ইসলাম রোজা, সাংগঠনিক সম্পাদক শাইলা ইসরাত জাহান শিমু প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬