ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভা। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে বিভিন্ন অপকর্ম করে জেলা আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করছে । সভায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্যরা শারমিন মৌসুমি কেকাকে দল থেকে বহিষ্কার করার জন্য সুপারিশ করেন।
উল্লেক্ষ্য গত ৩০ আগস্ট এক নারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের পরে চুল কেটে দেওয় শারমিন মৌসুমি কেকা,শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুকে সাথে নিয়ে। এঘটনায় ৬ জনের নামে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়।
আরও পড়ুনঃ ভিপি নুর আমার সঙ্গে নীলক্ষেতে দেখা করতে আসেন: ঢাবি ছাত্রী
এছাড়া ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেংগে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বানিজ্যিক স্টল নির্মাণের অভিযোগ উঠেছে শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে।
এব্যাপারে কেকা বলেন,আমাকে রাজনৈতিক ভাবে হেনস্থ করার জন্য একটি কুচক্রি মহল এই ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে,এসব ব্যাপারে আমি জড়িত নই,এবং স্কুলের মাঠে যে স্টল নির্মান করা হয়েছে তা বৈধ্য ভাবে ই বিধি অনুযায়ী নির্মান করা হয়েছে।
কিন্তু শুশিল সমাজ শহিদ মিনার ভাংগার বিষয়ে ক্ষুদ্ব তারা মনে করেন যে স্বাধীনতার পক্ষের ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দান কারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালিন সময় ভাষা শহিদের এই চড়ম অপমান সহ্য করার মতন নয়।