ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৪৪২ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের মানববন্ধন
মোঃ আমিনুল ইসলাম/ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে এক দফা, এক দাবি সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান চাই এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা কমিটি।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো-এন্ট্রিপদ নবম গ্রেডে রেখে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন। এ দাবি পূরণ না হওয়ায় শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই এক দফা দাবি বাস্তবায়ন এখন জরুরি। আয়োজন করে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখা।










