DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫
ঢাকামঙ্গলবার ২২শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অন্য তিনটি আসনে সাবেক সংসদ সদস্যরা রয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বর্তমান সংসদ সদস্যকে পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য মইনুদ্দিন মিয়াজির ছেলে অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজিকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এখানে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এছাড়া জেলার বাকি তিনটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩