জেলা প্রতিনিধিঃ
হাফিজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে মাটি টানা(ট্রাক্টর) এর পিছনে থাকা মাটি ভর্তি টলির চাকায় পিষ্ট হয়ে মহিদুল বিশ্বাস(৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার(২০ মার্চ) সকাল ১০ দিকে এ ঘটনা ঘটে। সে আড়মুখী গ্রামের হুরমত বিশ্বাসের ছেলে। এলাকাবসাী জানান, মোমরেজ ও কুদ্দুস নামের এক মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আড়মুখীর অমোদ্যকুড় নামক স্থানে ১৪ বিঘা জমির উপর দীঘি কেটে আসছে।
সকাল বেলা ধান ক্ষেতে যাওয়ার পথে নলডাঙ্গা নারিকেল বাড়িয়া মুল সড়কে ধারে ট্রাকটরের পিঠনে মাটি ভর্তি টলির ডান চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইতিপূর্বে জয়রামা কুড়ির মধ্যে ২৫ বিঘা দিঘীকে কেন্দ্র করে আড়মুখী গ্রামবাসীর বিক্ষোভের মুখে ঝিনাইদহ সদরের বিদায়ী ইউএনও বদরুদ্দোজা শুভ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়কে কেন্দ্র করে ঝিনাইদহ সদরের ইউএনও এসএম শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দীঘি না কাটার নির্দেশনা প্রদান করেন। মৃত্যু দানব মাটি কাটা ট্রাক্টরের যন্ত্রনায় অতিষ্ঠ এলাকাবাসী এমনকী নির্মাধীন রাস্তা ধ্বংসের মুখে।
এঘটনায় জনগনকে বিক্ষোভ করতে দেখা গেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।