DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের, আহত ৪

DoinikAstha
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের বারোবাজারে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই হেলপারসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাত সাড়ে ৮টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বারোবাজারের পিরোজপুর কড়ইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খুলনা ও কুষ্টিয়াগামী দুটি ট্রাকের একটি চালভর্তি ও আরেকটিতে ভূষি ভর্তি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় ট্রাক দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়।

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেজবা উদ্দিন জানিয়েছেন, দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে নিহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, এই একই মহাসড়কে একই স্থানে গত ১০ই ফেব্রুয়ারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহতের ঘটনা ঘটে। আহত হন কমপক্ষে ২০ জন। সেই রেস কাটতে না কাটতেই একই স্থানে আবারো দুর্ঘটনা ঘটলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]