আইপিএলের ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস। শারজাহতে টস জিতেছেন রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ দিল্লি প্রথমে ব্যাট করবে।
দুই দলের মধ্যে পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতে দুই নম্বরে আছে শ্রেয়াস আয়ারের দল। সমান ম্যাচে ২ জয়ে তালিকার সাত নম্বরে রাজস্থান রয়্যালস।
দিল্লি একাদশ: পৃথ্বি শ্ব, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত, শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্ৎজে এবং হার্শাল প্যাটেল।
রাজস্থান একাদশ: জস বাটলার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, জশস্বী জেসওয়াল, রাহুল তেওয়াতিয়া, মহীপাল লমরর, শ্রেয়াস গোপাল, কার্তিক ত্যাগি, অ্যান্ড্রু টাই, জোফরা আর্চার, বরুন অরুণ।