DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫
ঢাকামঙ্গলবার ২০শে মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত দিল্লির

News Editor
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় দিল্লি ক্যাপিটালসের। টানা জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে তারা আজ মুখোমুখি হলো সানরাইজার্স হায়দরাবাদের। ডেভিড ওয়ার্নারের দল আবার প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে।

হায়দরাবাদের মুখোমুখি হয়ে টস জিতেছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আয়ার। টসের কয়েন নিক্ষেপে রাইট সাইড কল করেন শ্রেয়াস এবং টস জিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং করার। ব্যাট করার জন্য আামন্ত্রণ জানিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে।

কিউইদের সফর নিশ্চিত করল বিসিবি

নিজেদের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরুর কাছে হেরেছিল হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে আবু ধাবির এই মাঠেই হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। ওই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করেছিল ওয়ার্নারের দল। জবাবে কেকেআর ৩ উইকেটে ২ ওভার হাতে রেখেই ম্যাচ জয় করে নেয়।

শিশিরের কারণেই মূলতঃ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন স্রেয়াশ আয়ার। এটা হবে তাদের প্রথমবারের মত রান তাড়া করতে নামা। দেখা যাক দিল্লি রান তাড়ায়ও পারদর্শী কি না। একটি পরিবর্তন এনেছে দিল্লি। আভেশ খানের পরিবর্তে তারা দলে নিয়েছে ইশান্ত শর্মাকে।

প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামা সানরাইজার্স হায়দরাবাদ আজ দলে দুটি পরিবর্তন এনেছে। মোহাম্মদ নবির পরিবর্তে একাদশে নিয়েছে কেন উইলিয়ামসনকে। ঋদ্ধিমান সাহার পরিবর্তে দলে নেয়া হয়েছে আবদুল সামাদকে।

এই মাঠেই কেকেআরের বিপক্ষে ১৯৫ রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও এই উইকেটটি খুবই ভালো। তবে ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, একপাশে কিছুটা ফাটল আছে। যেটা আবার স্পিনারদের স্বর্গ হয়ে উঠতে পারে। দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা এই চ্যালেঞ্জ নিতে পারে।

দিল্লি ক্যাপিটালস একাদশ
পৃথ্বি শ’, শিখর ধাওয়ান, রিশাভ পান্ত, স্রেয়াশ আয়ার (অধিনায়ক), মার্কাস স্টোইনিজ, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, অ্যানরিখ নর্তজে, ইশান্ত শর্মা।

হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারেস্ট, কেন উইলিয়ামসন, মানিশ পান্ডে, আবদুল সামাদ, প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, খালেদ আহমেদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩