টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্বজনদের পক্ষ থেকে কোন মামলাও করা হয়নি এখনো।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খার পরিবারের সঙ্গে পুকুরের মাছ নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী আবু খাঁর। বিষয়টি মীমাংসায় শুক্রবার বিকেলে শালিশী বৈঠক বসে।
নারায়ণগঞ্জের গৃহবধূকে রাজধানীতে আটকে রেখে ধর্ষণ
এ সময় কথা কাটাকটির এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁ-কে পিটিয়ে ও গলাটিপে ধরে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।