টেক্সাসে বন্দুকধারীর হামলায় ১ শিক্ষকসহ ১৫ ছাত্র-ছাত্রী নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় এক
শিক্ষকসহ ১৫ ছাত্র-ছাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহতর সংখ্যা জানা যায়নি। ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট। সূত্র-সিএনএন, বিবিসি ও আল জাজিরা।
বিবিসি,র সূত্র প্রকাশ, ১৮ বছর বসয়ী
সালভাদর রামোস বন্দুকধারী সান অ্যান্টোনিওর ইউভালদের রব এলিমেন্টারি স্কুলের সামনে তার গাড়ি রেখে স্কুলে প্রবেশ করে এবং হ্যান্ডগান দিয়ে নির্বিচারে গুলি করতে থাকে। এতে ১৫ জন নিহত হয়। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে।
উইভালদে হাসপাতাল কর্তৃপক্ষ দুপুর পৌনে তিনটার দিকে তাদের ফেসবুক পেইজে এ বিষয়ে লিখেছে, ‘ইউএমএইচে অ্যাম্বুলেন্স অথবা বাসে করে ১৩ জন শিশুকে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে সান অ্যান্টোনিওতে ট্রান্সফার করা হয়েছে। আরও একজনকে ট্রান্সফার করার প্রক্রিয়া চলছে। দুইজন ব্যক্তি যাদের হাসপাতালে আনা হয়েছিল তারা মারা গেছেন।
এই ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।