ঠাকুরগাঁও সরকারি কলেজে গণহত্যা দিবস পালিত
আব্দুল্লাহ আজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস/২৩ পালিত হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) ঠাকুরগাঁও সরকারি কলেজেরে একাডেমিক এক্সামিনেশন হলে সকাল ১১ টায় জাতীয় দিবস ও সামাজিক যোগাযোগ কমিটির আহব্বায়ক মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার।
সভাপতি তার বক্তব্যে ২৫ মার্চের কালোরাতে আত্মৎসর্গকারী শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করেণ ও তাদের আত্মত্যাগের মহিমাকে বুকে ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে আত্ননিয়োগ করার আহ্বান জানান।