DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক-২

Astha Desk
মে ৮, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক-২

আব্দুল্লাহ আজাদ /ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগ্নেয়াস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (৮ মে) ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার।

 

এ সময় ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ মে) বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ জিয়াবাড়ী এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে সবুর হাসান (২৬) এর নিকট থেকে ১শ ৩০ বোতল ফেনসিডিল ও তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। গোয়েন্দা শাখার এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।

 

আসামি সবুরকে জিজ্ঞাসাবাদের পর তার তথ্যগুলো কাজে লাগিয়ে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গীর রতনদিঘী গ্রামের ইসরাইল ওরফে পানি পথের সন্তান রাকিব হাসান ওরফে লতিফ ফুচকুনকে (২৬) আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রাকিব স্বীকার যে তার নিকট একটি আগ্নেয়াস্ত্র আছে ও আগ্নেয়াস্ত্রটি তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গির রতন দিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার (৩৫) এর কাছে রাখা আছে।

 

তার তথ্য মোতাবেক অভিযান চালিয়ে রানা মিস্টারকে তার বসতবাড়ি হতে আটক করা হয় এবং তার নিজ বাড়ি থেকে চটের ব্যাগের ভেতরে রক্ষিত শপিং ব্যাগ দ্বারা প্যাচানো অবস্থায় ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র, ওয়ান সুটার গান ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

 

পরে জেলা গোয়েন্দা শাখার এসআই নবিউল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গি থানায় সোমবার (৮ মে) আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় একটি মামলা দায়ের করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওসি (ডিবি) আনোয়ারুল ইসলাম, ওসি (ডিএসবি) আব্দুল মতিন প্রধানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০