শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে শহরের ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১০২৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও শহরের দুরামারি নামক এলাকায় ট্রাকচাপায় শামসুদ্দিন হোসেন (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।শামসুদ্দিন হোসেন মাতৃগাঁও এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, মাতৃগাঁও থেকে বাইসাইকেলে করে ঠাকুরগাঁও কাঁচামালের আড়তে যাচ্ছিলেন শামসুদ্দিন।
পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নীচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তাতর করা হয়েছে।