মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ইটপ্রস্তুুতের অভিযোগে ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।আজ মঙ্গলবার দুপুরের পরিবেশ অধিদপ্তর রংপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ি ইউনিয়নে মিরাজ নামে দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এসময় ভাটা মালিক দানেশ আলীর পরিচালনায় পরিবশে অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার অভিযোগ মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন।
এছাড়া ইইভাটার বেশকিছু অংশ এস্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সেই সাথে আগামী একমাসের মধ্যে ভাটা সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেন প্রশাসনের কর্মকর্তাগন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর রংপুরের সহকারি উপ-পরিচালক ফারুক হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট সরদার গোলাম রব্বানিসহ অনেকে উপস্থিত ছিলেন।