ডিমলায় প্রাপ্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
বাসুদেব রায়/ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধরি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদরে মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধদিপ্তররে আয়োজনে ডিমলা উপজলো পরষিদ হলরুমে ২০২২-২০২৩ মৌসুমে কৃষকদের সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ইউএনও বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাছে ধান বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০কেজি করে প্রতিজনের মাঝে দেওয়া হয়।